Aaj Jyotsna Raate Lyrics/আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে Lyrics

Aaj Jyotsna Raate Lyrics/আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে LyricsAaj Jyotsna Raate Lyrics/আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে Lyrics:

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।

যাবো না, যাব না যে, যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে।
এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে,
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।

আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে। (x2)
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।

মন্তব্য