Amar Onge Onge Ke Lyrics/আমার অঙ্গে অঙ্গে কে বাজায় Lyrics

Amar Onge Onge Ke Lyrics/আমার অঙ্গে অঙ্গে কে বাজায় LyricsAmar Onge Onge Ke Lyrics/আমার অঙ্গে অঙ্গে কে বাজায় Lyrics:

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়,
বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে,
আনন্দে বিষাদে মন উদাসী।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।

পুষ্পবিকাশেরও রে,
দেহ মন উঠে পূরে
পুষ্পবিকাশেরও সুরে,
দেহ মন উঠে পূরে
কী মাধুরী সুগন্ধ,
বাতাসে যায় ভাসি।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে।

সহসা মনে জাগে আশা,
মোর আহুতি পেয়েছে অগ্নিরও ভাষা।
আজ মম রূপে বেশে,
লিপি লিখি কার উদ্দেশ্যে
আজ মম রূপে বেশে,
লিপি লিখি কার উদ্দেশ্যে
এল মর্মেরও বন্দিনী বাণী বন্ধন নাশি।
কে বাজায়, বাজায় বাঁশি।
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।

মন্তব্য