Ami Maarer Shagor Lyrics/আমি মারের সাগর পাড়ি দেব গো Lyrics

Ami Maarer Shagor Lyrics/আমি মারের সাগর পাড়ি দেব গো Lyrics
Ami Maarer Shagor Lyrics/আমি মারের সাগর পাড়ি দেব গো Lyrics:


আমি মারের সাগর পাড়ি দেব গো
এই বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে
আমি মারের সাগর পাড়ি দেব গো
এই বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে
আমি মারের সাগর পাড়ি দেব গো
মাভৈঃ বাণীর ভরসা নিয়ে
ছেঁড়া পালে বুক ফুলিয়ে গো
মাভৈঃ বাণীর ভরসা নিয়ে
ছেঁড়া পালে বুক ফুলিয়ে গো
তোমার ওই পারেতেই যাবে তরী
ওই পারেতেই যাবে তরী
ছায়াবটের ছায়ে
আমি মারের সাগর পাড়ি দেব গো
এই বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ভাঙা এই নায়ে
আমি মারের সাগর পাড়ি দেব গো
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়–
আমি অভয় মনে ছাড়ব তরী
অভয় মনে ছাড়ব তরী
এই শুধু মোর দায় গো
এই শুধু মোর দায়
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়–
আমি অভয় মনে ছাড়ব তরী
অভয় মনে ছাড়ব তরী
এই শুধু মোর দায় গো
এই শুধু মোর দায়
দিন ফুরালে, জানি জানি…

মন্তব্য