Bojre Tomar Baje Bashi Lyrics/বজ্রে তোমার বাজে বাঁশি Lyrics

Bojre Tomar Baje Bashi Lyrics/বজ্রে তোমার বাজে বাঁশি Lyrics
Bojre Tomar Baje Bashi Lyrics/বজ্রে তোমার বাজে বাঁশি Lyrics:


বজ্রে তোমার বাজে বাঁশি,
সে কি সহজ গান।
সেই সুরেতে জাগব আমি দাও মোরে সেই কান।
ভুলব না আর সহজেতে,
সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যুমাঝে ঢাকা আছে
যে অন্তহীন প্রাণ।
সে ঝড় যেন সই আনন্দে
চিত্তবীণার তারে
সপ্ত সিন্ধু দশ দিগন্ত
নাচাও যে ঝংকারে।
আরাম হতে ছিন্ন ক’রে
সেই গভীরে লও গো মোরে
অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান।

মন্তব্য