Diner Seshe Ghumer Deshe Lyrics/দিনের শেষে ঘুমের দেশে Lyrics

Diner Seshe Ghumer Deshe Lyrics/দিনের শেষে ঘুমের দেশে LyricsDiner Seshe Ghumer Deshe Lyrics/দিনের শেষে ঘুমের দেশে Lyrics:

দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা'পরা ওই ছায়া,
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে
আঁধার'মূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ'ভাঙানো গান,
দিনের শেষে।

নামিয়ে মুখ চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাটার টানে
যাবো ওরে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়,
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়.. দিনের শেষে।

সাঁজের বেলা ভাটার স্রোতে
ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনবো ওরে
ওদের মাঝে কোন্‌খানা
আমার ঘাটে ছিলো আমার দেশে,
দিনের শেষে।

ঘরেই যারা যাবার
তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নহে
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে।

ফুলের বাহার নেইকো যাহার
ফসল যাহার ফললো না,
অশ্রু যাহার ফেলতে হাসি পায়।
দিনের আলো যার ফুরালো
সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়,
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়.. দিনের শেষে।

মন্তব্য