Dujone Dekha Holo Lyrics /দুজনে দেখা হলো Lyrics

Dujone Dekha Holo Lyrics /দুজনে দেখা হলো  Lyrics


Dujone Dekha Holo Lyrics /দুজনে দেখা হলো  Lyrics:

দুজনে দেখা হলো, মধুযামিনী রে
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।

নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে, ডাকিছে ফিরে ফিরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।

দুজনের আঁখিবারি, গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা, প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
চিরদিন ছাড়াছাড়ি,
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
মধুযামিনী রে, কেন কথা কহিল না,
চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।

মন্তব্য