Its a game Lyrics

Its a game Lyrics(ইটস এ গেম)


Song Credits:

আর্টিস্টঃ নচিকেতা
অ্যালবামঃ কুয়াশা যখন

Its a game Lyrics(ইটস এ গেম):

চলছে নানান রঙের খেলা
চলছে নানান রঙের খেলা
ট্র্যাপিজের সরু তারে হয়তো দুলছে কেউ
রাজনীতি, পাশা কারো জনসমুদ্রে ঢেউ
লক্ষ্য তো একটাই, ভাগ্য মুঠোতে চাই
ছুটছে সবাই সারা বেলা।
জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি
হেরে গেলেই শেম শেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
পরাজিতরাই পাপী এখানে
রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত
রাবন দেবতা হত সেখানে
কেন পথ নিয়ে মাথাব্যাথা?
কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা
হেরে গেলেই শেম শেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
হু হু হু
অণুভূতি টনুভূতি মিথ্যে
কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস
আসলে সবাই চায় জিততে
ভালোবাসা!
ভালবাসা আসলেতে পিটুইটারীর খেলা
আমরা বোকারা বলি প্রেম।
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম
ইটস এ গেম, ইটস এ গেম

মন্তব্য