Kolka Parer Nil Sarite Prothom Dekhechi Lyrics/কল্কা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি Lyrics

Kolka Parer Nil Sarite Prothom Dekhechi Lyrics/কল্কা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি Lyrics
Song Credit :

Song : Kolka Parer Nil Sarite Prothom Dekhechi

Artist : Kumar Sanu

Kolka Parer Nil Sarite Prothom Dekhechi Lyrics/কল্কা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি Lyrics:

কল্কা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি
সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি....
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে.....


তাকিয়ে দেখো তেমনি করেই
আকাশ আবার মেঘলা
খোলা হাওয়ায়ে খোলা চুলে
তেমনি এসো একলা.......
কিছুখন দাঁড়িয়ে যেও
পদ্মদিঘির এপারে....
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে.......

নতুন চোখে নতুন ভাবে তোমায় দেখি যখনি
প্রথম দিনের মিষ্টি হাঁসি মনে পড়ে তখনি....

ইচ্ছে হলে কি সহজেই
বদলে যাওয়া যায় যে
মন দিয়ে মন চাইলে কিছু
হাত বাড়ালেই পায় যে...
চোখে সেই পুরু কাজল
পরেই দেখো আমারে...
প্রথম দেখার দিনটারে
ভুলতে কি আর কেউ পারে....................

মন্তব্য