Mamo Chitte Niti Nritye Lyrics/মম চিত্তে নিতি নৃত্যে Lyrics

Mamo Chitte Niti Nritye Lyrics/মম চিত্তে নিতি নৃত্যে LyricsMamo Chitte Niti Nritye Lyrics/মম চিত্তে নিতি নৃত্যে Lyrics:

মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ 

তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ (2)
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।

হাসি কান্না, হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে (2)
নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।

কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ (2)
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ। 

মন্তব্য