Nayan Tomare Pay Na Dekhite Lyrics /নয়ন তোমারে Lyrics

Nayan Tomare Pay Na Dekhite Lyrics /নয়ন তোমারে Lyrics


Nayan Tomare Pay Na Dekhite - Rabindra SangeetNayan Tomare Pay Na Dekhite Lyrics Rabindra Sangeet :Written & composed by : Rabindranath Tagore


Nayan Tomare Pay Na Dekhite Song Lyrics In Bengali :

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।

বাসনার বশে মন অবিরত
ধায় দশ-দিশে পাগলেরও মত,
স্থির আঁখি তুমি, মরমে সতত
জাগিছো শয়নে স্বপনে,
রয়েছ নয়নে নয়নে।

সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছো  তার আছে তব স্নেহ,
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে,
সেও আছে তব ভবনে।

তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার,
কাল পারাবার করিতেছ পার
কেহ নাই জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।

জানি শুধু তুমি আছো তাই
আছি তুমি প্রানময়,
তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরও তত যাচি
যত জানি তত জানিনে,
যত জানি তত জানিনে।

জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর,
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে,
রয়েছ নয়নে নয়নে।

নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে..

মন্তব্য