Palkite Bou Chole Jai Lyrics/পালকিতে বউ চলে যায় Lyrics

Palkite Bou Chole Jai Lyrics/পালকিতে বউ চলে যায় Lyrics


Song Credit:

Album - Palki Te Bou Chole Jai
Song - Palki Te Bou Chole Jai
Singer - Mita Chatterjee
Composer - Palab Aine
lyrics - Samaj Kumar
Label - Atlantis Music

Palkite Bou Chole Jai Lyrics/পালকিতে বউ চলে যায় Lyrics:

ও সোনা রেশমি জোছনায়
ঐ পালকিতে বউ চলে যায়,
হায়রে শরমে মন মরে যায়।।
তা তা ধিন ধিনাক জলে দীপ,
জোনাক জোনাক।।
পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।

লাল চেলি আর,সাতনরী হার,
চন্দনের সাজে,
মৌসুমী ঐ,মন জুড়ে তার,
সানাই যে বাজে।।
কনেরও ঐ লাজুক চোখে
যেন ঐ কিসের ঝোঁকেৃৃৃ
সোহাগের ফুল ঝরে যায়।
হায়রে পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।

রাত মধুময় চাঁদ জেগে রয়,
পিয়ালের ফাঁকে,
আজ কুহু যে,সব ভুলে সে
ডাকেরে ডাকে।।
মিলনের সুরে সুরে
বাঁশি কে বাজায় দূরে
কি যাদু আমায় করে যায়
হায়রে পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
তা তা ধিন ধিনাক জলে দীপ,
জোনাক জোনাক।।
পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।
ঐ পালকিতে বউ চলে যায়
হায়রে শরমে মন মরে যায়।

মন্তব্য