Prochondo Gorjoney Lyrics/প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন Lyrics

Prochondo Gorjoney Lyrics/প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন LyricsProchondo Gorjoney Lyrics/প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন Lyrics:

প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনি তর্জন (x2)
প্রচণ্ড গর্জনে।

ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু বরিষন
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনি তর্জন
প্রচণ্ড গর্জনে।

ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস
আনন্দে জাগাও অন্তরে শকতি (x2)
অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
মহাভয় মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে
ভয়হরণ

প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনি তর্জন
প্রচণ্ড গর্জনে।
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু বরিষন
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিনও
দারুণ ঘনঘটা, অবিরল অশনি তর্জন
প্রচণ্ড গর্জনে।

মন্তব্য