Sharat Tomar Arun Alor Anjali Lyrics /শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি Lyrics

Sharat Tomar Arun Alor Anjali Lyrics /শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি Lyrics


Sharat Tomar Arun Alor Anjali Lyrics Rabindra Sangeet :


Lyricist : Rabindranath Tagore


Sharat Tomar Arun Alor Anjali Song Lyrics In Bengali :

শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।

শরৎ তোমার শিশির ধোওয়া কুন্তলে
বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে,
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।

মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে,
কুঞ্জ-ছায়া গুঞ্জরণের সংগীতে
ওড়না ওড়ায় এ কী নাচের ভঙ্গিতে,
শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি,
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।


মন্তব্য